ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ভাইস চ্যান্সেলর)

 

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ভাইস চ্যান্সেলর) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রকীব আহমদ গতকাল ১০ জুন ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। গত রবিবার (৫জুন ২০২২) তাকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।

ড. রকীব ইউনিভার্সিটি অব মাইসোর ইন্ডিয়া থেকে ১৯৯০ সালে আরবান জিওগ্রাফীতে পিএইস.ডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিতে অনার্স ও মাস্টাস ডিগ্রি অর্জন করেন।

ড. রকীব আহমদ রাজশাহি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্টাল স্টাডিস বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউট এর ডিরেক্টর এবং আইসিটি সেন্টার এর ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি ইনিস্টিটিউট অব জিওগ্রাফী, ইউনিভার্সিটি অব কলোন, ইনিস্টিটিউট অব জিও ইনফরমেটিক্স, মুয়েনস্টার ইউনিভার্সিটি, ফ্রাইবুর্গ ইউনিভার্সিটি অব এডুকেশন, জার্মানিতে প্রফেসর ও গেস্ট প্রফেসর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও তিনি ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুর, পাকিস্থানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন অব শ্রীলংকার সিনিয়র ফেলো হিসেবে কর্মরত ছিলেন।

ড. রকীব বাংলাদেশের একজন দক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষাবিদ, তিনি তার প্রজ্ঞা, মেধা, উদ্ভাবনী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রচার-প্রসার ও মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে বিবিধ বিষয়ের উপর তার অনেক প্রকাশনা রয়েছে।

Exit mobile version