ফিলিস্তিনে ইসরাঈলী হামলা আগ্রাসনে সাপাহারে প্রতিবাদ ও বিক্ষোভ

Oplus_131072

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর সাপাহার উপজেলায় সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে ইসরাইলি পণ্য বর্জন সহ মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দুপুর ২ টায় জিরোপয়েন্ট মুক্ত মঞ্চের সামনে সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে সাপাহার উপজেলার সর্বস্তরের জনগনের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে মানববন্ধন ও প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয় এসময় বক্তারা ইসরাইলি পণ্য বর্জন করে প্রতিবাদ জানায়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফিন, ইসলামী আন্দোলন এর সাপাহারে উপজেলার সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ। ইসরাইলি হামলার প্রতিবাদের সাপাহারে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও ইসরাইলি পণ্য বর্জন করে প্রতিবাদ জানান এসময় সেখানে সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর সকল সদস্য উপস্থিত ছিলেন এবং অবিলম্বে এই হামলা ও আগ্রাসন বন্ধের জন্য সরকার তথা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Exit mobile version