ফুলবাড়ীতে ইডেন ইন্টারন্যাশনাল হোটেল এর শুভ উদ্বোধন

মোঃআশরাফুল আলম দিনাজপুর প্রতি‌নি‌ধিঃ
রংপুর বিভাগের মধ্যে এই প্রথম অত্যন্ত আধুনিকতার ছোঁয়ায়, রুচি সম্মত ও মানসম্মত, মনোরম পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ী শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ের বামে এবং যমুনা ব্রিজের পু‌র্বে, উর্বশী সিনেমা হলের বিপরীতে নবনির্মিত ইডেন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র  আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর মালিকানাধীন ইডেন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল এর আনুষ্ঠানিক উদ্বোধন ১লা সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে সাত টায় দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবিউল ইসলাম।
দোয়া মাহফিল অনুষ্ঠানে ফুলবাড়ী শহরের বিভিন্ন ব্যবসায়ী, সুধীবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Exit mobile version