মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর সুজাপুর পশু হাসপাতালের পিছনে (মিস্ত্রিপাড়া) এলাকায় ৪৭ লাখ টাকা ব্যায়ে ৩১০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ ১১ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় ৪৭ লাখ টাকা ব্যায়ে ৩১০ মিটার ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর হারান দত্ত, সংরক্ষিত নারী কাউন্সিলর তনজু আরা, সাবেক কাউন্সিলর মেহেদুল সরকার, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কার্য সহকারী গোলাম মওলা আজাদ, সাংবাদিক শিক্ষক, উপস্থাপক মো. আশরাফ পারভেজ, বিশিষ্ট সমাজসেবক মো. মোশাররফ হোসেন মোশা, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।