বগুড়ায় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী গ্রেফতার

বগুড়ায় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী গ্রেফতার

 মিষ্টার আলী মিলনবগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবরদুপুর ৩ ঘটিকায় শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে নিঝুম  তার নামে ২০১৩ সালে শিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমোঃ মুস্তাফিজ হাসান বলেননিঝুম রিকশাযোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাকে মারধর শুরু করে পরে খবর দিলে ডিবি পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানান।

Exit mobile version