বগুড়া যুবলীগ নেতা মতিন সরকারের ১৩ বছর জেল

মিষ্টার আলী মিলনবগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর সাথে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের ঘোষণা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া এই রায় ঘোষণা করেন বগুড়ার স্পেশাল জজ মো. শহিদুল্লাহ রায় ঘোষণার সময় মতিন সরকার আদালতে উপস্থিত ছিলেন না। তিনি ৫ আগস্টের পর হত্যাসহ একাধিক মামলা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। বিষয়টি জানিয়েছেন দুদকের স্পেশাল পিপি আবুল কালাম আজাদ। এর আগে ২০১৯ সালে ১৭ ফ্রেব্রুয়ারি আবদুল মতিন সরকারের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ‘ফ্রিজ’ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে আবদুল মতিন সরকার অবৈধভাবে অর্জিত সম্পদ আদালতের নির্দেশ ছাড়া অন্য কারও কাছে হস্তান্তর এবং ব্যাংকে রাখা অর্থ কোথাও স্থানান্তর করতে পারবে না বলে জানান।

Exit mobile version