শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ১২বস্তা সরকারী বই পাচারকালে আইয়ুব আলী (৪০) নামে এক সরকারী বই পাচারকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলী কুড়িগ্রামের রৌমারি উপজেলার শৌলমারী গ্রামের মৃত আব্দুল কাদের প্রামানিকের ছেলে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে মোকামতলা বন্দরে ১২বস্তায় ২হাজার ৪শ’ নতুন বই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় জনৈক রতনের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সরকারী বই জব্দ করে এবং বই পাচারকারী চক্রের সদস্য আইয়ুব আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, সরকারী বই পাচারকারী চক্রের সদস্য আইয়ুব আলী ও রতনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।