লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নতুন প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে। যতদিন যাবে নতুন প্রজন্মের কাছে এই ভাষণ অনুপ্রেরণার সারথি হিসেবে কাজ করবে। তারাও জাতির জনকের সোনার বাংলাকে বিশ্বের বুকে উজ্জ্বল-ভাস্কর হিসেবে তুলে ধরবে।
তিনি জামালপুরের ইসলামপুর গোয়ালের চর, গাইবান্ধা,ও চর পুটিমারী ইউনিয়নে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ২টি রাস্তা,৪টিব্রীজ ও ১০টি নব নির্মিত স্কুল ভবনের উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ পিছিয়ে পড়া একটি রাষ্ট্রকে ক্রমেই উন্নয়নের কাতারে দাঁড় করানোর মধ্য দিয়ে বিশ্ব নেতৃত্বের মাঝে নিজের অবস্থানকে একটা অনন্য ধারায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের মহা সড়কে রয়েছে। তার প্রতিশ্রুতি মোতাবেক প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌছেছে। কেউ আর না খেয়ে থাকে না।
বঙ্গবন্ধু কন্যার মানবিক নেতৃত্বে বাংলার দুঃখী মানুষের জীবনমান আমূল বদলে গেছে। অভাব, মঙ্গা ও দারিদ্রের কড়াল গ্রাস থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মানুষের। বিনা মূল্যে সার ও বীজ পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ।
রবিবার গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস,নুর ইসলাম নুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।