বদলগাছীতে বিএনপি’র ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফার আলোচনা ও সম্প্রীতি সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী বালুভরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি’র ঘোষিত ৩১ দফার আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে মির্জাপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বালুভরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আল এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইষলাম, ইউনিয়ন যুবদল সভাপতি আকরাম হোসেন লিটন, ছাত্রদল সভাপতি হাসেম আলী, কৃষকদল সম্পাদক সোহেল রানা প্রমুখ। আজ শনিবার বিকালে শিবপুর হাইস্কুল মাঠে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলমের সভাপতিত্বে একই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version