বদলগাছীতে বিএনপি সভাপতি ফজলে হুদা বাবুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল দেশের চলমান প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ৭ আগষ্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা সদরে অবস্থিত তার নিজ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ্য ১৫ বছর ধরে দেশে বাকস্বাধীনতা ছিলো না। সাংবাদিক জাতির বিবেক ও সমাজের দর্পন। কিন্তু সাংবাদিকদের লিখনির ও বাধ্যবাদকতা ছিলো। এখন সময় এসেছে কথা বলার। আপনারা প্রাণ খুলে কথা বলবেন ও লিখবেন। বদলগাছীতে অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, অনিয়ম- দুর্নীতি হয়ে থাকলে আপনারা লিখবেন। এমন কি বিএনপির নেতাকর্মী দ্বারা কোন অনিয়ম হলে ও লিখবেন। আমি চেষ্টা করবো এই গুলি শক্ত হাতে দমন করার। তাছাড়া দেশের এই প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়কে সংখ্যা লঘু হিসেবে বিপদে ঠেলে না দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করে প্রমাণ করতে হবে তারা এই দেশের নাগরিক ও আমাদের ভাই। তাদের যেন জানমালের কোন ক্ষয়ক্ষতি না হয়। আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয়তাবাদী কৃষক দল এর লোকজন দ্বারা কোন মানুষ যেন নির্যাতন জুলুমের স্বীকার না হয়। আমি ইতি মধ্যই ঘোষনা দিয়েছি। তারপর ও যদি দলের কেউ এই সব কর্মকান্ডের সাথে জড়িত হয় আমাকে জানাবেন। আমি তাৎক্ষনিক ভাবে তাকে দল থেকে বহিস্কার করে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে। পরিশেষে তিনি বদলগাছীর উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Exit mobile version