বদলগাছীতে বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির এর সঞ্চলনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল আলম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন, জীবন বীমা নওগাঁ শাখার ম্যানেজার বেলাল হোসেন প্রমূখ।

Exit mobile version