বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মৃত আব্দুস সাত্তার দেওয়ানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ এনায়েত উল ইসলাম দেওয়ান ২৭ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৪ বছর। ২৮ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্জাহান আলী, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

 

Exit mobile version