বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া/ প্রার্থনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করাসহ বিভিন্ন কর্মসুচী পালনের মধ্য দিয়ে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবু খালেদ বুলু, ওসি আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর। সাবেক কমান্ডার জবির উদ্দিন, সকিনা সিদ্দিক প্রমুখ।

 

Exit mobile version