বদলগাছী বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয় নাম পরিবর্তনে সিনিয়র সচিব বরাবর ছাত্রজনতার আবেদন

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয় নাম পরিবর্তন করে বদলগাছী সরকারী কলেজ নামকরণে অত্র কলেজের ছাত্রজনতা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সিনিয়র সচিব বরাবর আবেদন করেন। মঙলবার দুপুর ১২টার দিকে ¯œাতক ৩য় বর্ষের ছাত্র আহসানুল হক মোস্তাকিম, শুয়াইব হোসেন সাইম স্বাক্ষরিত আবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা করেন। সাথে ১ হাজার ছাত্রজনতার গণস্বাক্ষর নথি সংযুক্ত করেন। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সুত্রে জানা যায় প্রয়াত সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী তাঁর একান্ত প্রচেষ্টায় গত ২০১৪ সালের ৪ আগষ্ট বদলগাছী সরকারী কলেজ নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয় নাম করণ করা হয়। এই কলেজটি ১৯৭২-১৯৭৩ শিক্ষাবর্ষ থেকে বদলগাছী মহাবিদ্যালয় নামে পাঠদান শুরু হয়। ১৯৮৭ সালের ১১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার বদলগাছী সরকারী কলেজ নামে কলেজটি সরকারী করণ করা হয়। কয়েকজন শিক্ষার্থী জানান বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয় নাম পরিবর্তন করে বদলগাছী সরকারী কলেজ নামকরণ করা এটা আমাদের নৈতিক দাবী।

 

Exit mobile version