বন্দর থানা প্রেসক্লাবের ইফতারপূর্বক সভায় বক্তারা বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিকরা একজনও ধূমপায়ী নন এটা গর্বের

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

নিজস্ব প্রতিবেদক:
১৯ মার্চ বুধবার সন্ধায় বন্দর থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ কবির হোসেনের ব্যবস্থানায় ইফতার মাহফিলে অংশ নেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খান,সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক,নজরুল ইসলাম নয়ন,সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,অর্থ সম্পাদক নূর এ আজাদ,সাংস্কৃতিক সম্পাদক মিতু মোরশেদ,সদস্য ডি এম মাইনুদ্দিন,মনির হোসেন,আল আমিন জাহান মুন্সী,সাইফুল ইসলাম,ইকবাল হোসেন,আকরাম হোসেন,মোঃ পায়েল,তাহসিন আহমেদ প্রমুখ। সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন, স্বচ্ছ সাংবাদিকতার গুরুত্ব এখনো সমাজে রয়েছে। যারা এ পেশাটিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে ঢাল হিসেবে কাজে লাগায় তারা এক সময় ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। অপ-সাংবাদিকতা কোন দিনই মানুষের কল্যাণ করে না। বিশাল বড় মাপের সাংবাদিক হয়ে বেশি সুনামধারী হওয়ার দরকার বদনাম যেন না হয় সেটাই কৃতিত্বের বিষয়। বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিকরা একজনও ধূমপায়ী নন এটা গর্বের। আমাদের ভাল মানুষিকতার কারণেই প্রশাসনের সকল দপ্তর,রাজনীতিবিদসহ সকল শ্রেণী পেশার মানুষ আমাদেরকে মূল্যায়ণ করেন।
Exit mobile version