বরগুনা : বরগুনায় পর্নোগ্রাফি আইনে পাঁচ কিশোরকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো বরগুনা জেলার তালতলী উপজেলার মহিউদ্দিন (১৫), রিয়াজ (১৬), বিপ্লব (১৬), অভিজাত কানাই (১৬) ও বেল্লাল (১৬)। জানা যায়, একই উপজেলার নবম শ্রেণির ছাত্রীকে ওই পাঁচ কিশোর পথে ঘাটে উত্ত্যক্ত করতো। মেয়েটি এর প্রতিবাদ করলে বিপ্লব কৌশলে তার ছবি তুলে নেয়। পরে স্কুলছাত্রীর ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সে। বিষয়টি ওই ছাত্রীর বাবার নজরে এলে তিনি বাদী হয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি তালতলী থানায় ওই কিশোর দলের নামে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা মো. নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় পর্নোগ্রাফি আইনে আসামিদের দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিপক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, তারা কিশোর হলেও এখন প্রাপ্তবয়স্ক। কিশোররা জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত যথাযথ রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
বরগুনায় পর্নোগ্রাফি মামলায় ৫ কিশোরের জেল
বরগুনায় পর্নোগ্রাফি আইনে
-
by admin
- Categories: আইন/আদালত, বরিশাল বিভাগ, স।রাদেশ, সর্বশেষ
Related Content
দুমকিতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
by admin মার্চ ১৩, ২০২৫
দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ সামগ্রী বিতরন।
by admin মার্চ ১৩, ২০২৫
গৌরীপুরে নতুন খেলা শেখানোর কথা বলে ৪ বছরের শিশুকে ধর্ষণ
by admin মার্চ ১৩, ২০২৫
হাইকোর্টের রায় এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না
by admin মার্চ ১২, ২০২৫
সাগর-রুনি হত্যাকাণ্ডে ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
by admin মার্চ ১২, ২০২৫
কাঠগড়ায় তর্কে জড়ান ইনু, খুলে দেওয়া হয় হাতকড়া
by admin মার্চ ১২, ২০২৫