বর্তমানে ৯৯% মেয়েরা বিয়ের আগে হারাম রিলেশন জড়িয়ে তাদের সতীত্ব নষ্ট করে এরকম মেয়ে থেকে ডিভোর্সি মেয়েকে বিয়ে করা অধিক উত্তম?

মেয়ে দের হিসাব তো ভালই রেখেছেন। আর ছেলে দের কি?? ৯৯% মেয়ে যদি বিয়ের আগে প্রেম করছে তবে তারা কাদের সঙ্গে হারাম এর সমন্ধ করছে। নিশ্চিত ভাবে কোনো না কোনও ছেলের সঙ্গে করছে। তাহলে এটা বলা সঠিক নয় কি যে ৯৯% পুরুষও হারাম সম্পর্কে জড়িত। আর মেয়ে দের কে কারা প্রেম করার জন্য উস্কানি দিচ্ছে।

।।

কই এদের কে তও কেউ কিছু বলে না। সতীত্ব কে শুধু মহিলাদের থাকে পুরুষ দের থাকে না। পুরুষরা দশ জনের সঙ্গে লাগিয়ে বেড়াতে পারে তাদের কোনো সতী সতীত্বের বালাই নেই। যত দোষ মেয়ে দের বেলায়।


কই নিজেদের পুরুষ জাত তাকে তও কোনো দিন দোষ দেন না কেনো তারা হারামের সম্পর্কে জড়িয়ে পড়ছে। কেনো তারা মেয়ে দের কে প্রেম এর প্রস্তাব দিচ্ছে। আবার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জ্বালা।

।।

মেয়ে দের তও অবস্থা এমন যে ডাঙায় বাঘ আর জলে কুমির। প্রেম না করলে খুন, ধর্ষণ , মুখে অ্যাসিড ইত্যাদি । প্রেম করলে তখন এই প্রশ্ন কর্তার মতো পুরুষের আগুন লেগে যায়।


পুরুষরা নিজেরা নিজেদের একটা জায়গা ঠিক করুক। এরা নিজেরা কি চায় সেটা নিজেরাই বুজতে পারছেন না।


ধন্যবাদ

শ্রীমতী লিলি বসু বিশ্বাস

Exit mobile version