বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় ১০ম বর্ষে পদার্পণ করলো সোনালী নিউজ

দশম বর্ষে পদার্পণ করলো সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সোনালীনিউজ ডটকম। ২০১৫ সালের এই দিনে গণতন্ত্রকে মজবুত করতে, রাষ্ট্র-সমাজের অনিয়ম-দুর্নীতি-অসঙ্গতি এবং ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরতে যাত্রা শুরু করেছিল এ অনলাইন পোর্টালটি। দীর্ঘ এই পথচলায় নানান চড়াই-উতরাই পেরিয়ে অবস্থান করে নিয়েছে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টালে। শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে সোনালীনিউজের প্রতিটি সদস্য সবসময় থেকেছে সর্বোচ্চ সচেষ্ট।

সম্পাদক মো. তাজুল ইসলামকে কেক খাইয়ে দিচ্ছেন প্রকাশক মোহাম্মদ ইউনুছ।

বর্ষপূর্তি উপলক্ষ্যে ধানমন্ডিস্থ কার্যালয়ে কেক কেটে উদযাপন করেন প্রতিষ্ঠানটির সংবাদ কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালীনিউজের প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জাবেদ নোমান, সোনালী নিউজের সম্পাদক মো. তাজুল ইসলাম।

প্রকাশক মোহাম্মদ ইউনুছকে কেক খাইয়ে দিচ্ছেন সম্পাদক মো. তাজুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান প্রকাশক মোহাম্মদ ইউনুছ। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদ পরিবেশনের মাধ্যমে সোনালীনিউজ যেন বাংলাদেশে একটা স্থান দখল করতে পারে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশের সকল জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের সকল পাঠক-শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ৯ বছর অতিক্রম করে ১০ম বর্ষে পদার্পণ করেছি।’

ইউনুছ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জাবেদ নোমান বলেন, ‘বিগত দিনের মতো আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। একইসঙ্গে কোনো ধরণের ভুল বা মিথ্যা সংবাদ যাতে প্রকাশিত না হয় সেবিষয়ে সতর্ক থাকতে হবে।’

সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা হাটি হাটি পা পা করে ১০ বছরে পর্দাপণ করেছি। আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। এখন থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল, সবার আগে সকল সংবাদ পাঠকদের কাছে পৌঁছাতে সোনালীনিউজ পরিবার আরও গতিশীলতা নিয়ে কাজ করবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির সংবাদ কর্মীরা এক অপরকে কেক খাইয়ে আনন্দ উদযাপন করেন।

Exit mobile version