বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও কার্যালয় উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ ও কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ মুক্তিনগর নয়া আঁটি গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম রিপন ও নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি আই.এফ.এম সেলিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ। কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব শামীম মিয়ার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেনের সার্বিক তত্বাবধানে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রেজাউল করিম খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুর রহমান, ইমন বয়লার ইন্ডাস্ট্রিজের এমডি নাছির উদ্দিন, স্টিফটেক ইন্টারন্যাশনালের পরিচালক আলমগীর হোসেন, এন.এ.এস এন্টারপ্রাইজের এমডি কামরুজ্জামান রাজু, নাছির এন্টারপ্রাইজের এমডি আজম খান, নোমান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মাইন উদ্দিন, এস.এম বেসিক মেশিনারিজ স্টোর এন্ড ওয়ার্কশপের প্রোপ্রাইটর সাইফুুল ইসলাম, মেসার্স কনক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের প্রোপ্রাইটর নেপাল চন্দ্র নাথ, মেসার্স এসএস অয়েল সাপ্লাইয়ার্সের পরিচালক আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের ১ম নির্বাচিত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নুরন্নবী, কার্যকরী সভাপতি মুসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল শামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, বয়লার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নুর নবী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুন্নবী, সমাজকল্যাণ সম্পাদক ইমাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা, আহবায়ক, কেন্দ্রীয়, উপদেষ্টা ও জেলা কমিটির সদস্যবৃন্দ। শপথ গ্রহণ ও আলোচনা অনুষ্ঠান শেষে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড়ে ওয়াজ উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আনোয়ার সবুজ বলেন, বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন বয়লার পরিচারকদের সকল সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করবে এমনই প্রত্যাশা করছি। এই এসোসিয়েশনের অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। আগামীদিনগুলোতে এই এসোসিয়েশন সারাদেশে প্রতিটি জেলায় ছড়িয়ে পড়–ক। আপনারা আজ যে শপথ গ্রহণ করেছেন তা যেন ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেসব প্রতিষ্ঠানে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

 

Exit mobile version