বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের চট্টগ্রাম জেলা কমিটি গঠন ও আলোচনা সভা

মিরসরাই উপজেলার মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের চট্টগ্রাম জেলা
কমিটি গঠন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর)
মিরসরাই উপজেলার মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম
মাষ্টার। বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয়
কমিটির সিনিয়র সহ-সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে এবং
দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বয়লার টেকনোক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ইঞ্জিনিয়ার
কে.এ.লিটন চৌধুরী, মেসার্স আল হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের
এমডি ইঞ্জিনিয়ার সাইদুল আল হাসান, এনএএস এন্টারপ্রাইজের
বয়লার কনসালটেন্ট কামরুজ্জমান রাজু, ইমন বয়লার ইন্ডাস্ট্রিজ
লিমিটেডের এমডি নাছির উদ্দিন, স্টিফটেক ইন্টারন্যাশনালের পরিচালক
আলমগীর হোসেন, মোশাররফ মেটাল ইন্ডাস্ট্রিজের এমডি মোশাররফ
হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত
ইউপি সদস্য কামরুল হাসান, বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ
এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল বশর, নিজাম উদ্দিন,
সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, প্রকৌশলী
ছলিম উল্যাহ দুলাল, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সিনিয়র যুগ্ম
সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মসলু, সাংগঠনিক সম্পাদক মুসলিম
উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শামিম, প্রচার সম্পাদক
সোহেল ইসলাম নিরব প্রমুখ। বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ
এসোসিয়েশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মনোনীত করা হয়

সালাউদ্দিন রাসেলকে এবং মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে
চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বয়লার
দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম মাষ্টার বলেন, বয়লার
পরিচারকদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের বিকল্প
নেই। সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকলে যেকোন সমস্যার সমাধান
দ্রুততার সাথে করা সম্ভব। সংগঠনকে দলমতের উর্ধ্বে রেখে এগিয়ে
যেতে হবে।

Exit mobile version