বাংলামোটরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর বাংলামোটরে অবস্থিত সিরামিক্স মার্কেটের ভবন আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর জানতে পারি। বাংলামোটর এলাকার আশপাশে আমাদের একটি টহল টিম ছিলো। সেই ইউনিটটি এখন ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। এর বেশি তথ্য এখন আমাদের কাছে নেই।

তিনি আরো বলেন, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর এ বিষয়ে আমরা আপডেট তথ্য পাবো।

Exit mobile version