বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৬ লাখ টাকা ক্ষতি

এস.এম.  সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুড়ি গ্রামের শাহজালাল হাওরাদারের ৫বিঘা জমির মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এতে তার কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশী শত্রুপক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন শাহজালাল।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

Exit mobile version