বাঙ্গালি ঐতিহ্য রক্ষায় বাংলা স্কুলে ১৬৮ বছর নানা আয়োজনের মধ্য দিয়ে এবং আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষাথীদের মিলন মেলা

স্টাফ রিপোটার ॥ ”বাঙ্গালি ঐতিহ্য রক্ষায় বাংলা স্কুলে ১৬৮ বছরকে সামনে রেখে ” প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে নানা আয়োজনে এবং আনন্দমূখর পরিবেশে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলন উৎসব-২০২৪ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশান দিনাজপুর এর সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নুর-এ-আলম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। সম্মানীত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, ডাঃ শাহাদৎ হোসেন, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, এ্যাডঃ গোলাম বীন চার্লি, মোঃ বদরুল আলম। স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মানিক, মোঃ রফিকুল আমিন বাবু, কাজী রফিকুল ইসলাম পাপ্পু, মোঃ সেলিম হোসেন, মোঃ সবুজ, কর্ণেল শামীম রেজা, মোঃ বেলাল হোসেন, সিরাজুল আলম বাবু, অধ্যাপক আলতাফ হোসেন। স্বরচিত কবিতা পাঠ করেন কলামিস্ট ও গবেষক জোবায়ের আলী জুয়েল। অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য জোবায়ের আলী জুয়েল, সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য মোঃ ফেরদৌসার রহমান ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখার জন্য মোস্তাকিম আহমেদকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। র‌্যাফেল ড্র পরিচালনা করেন আহবায়ক একেএম মাসুদুল ইসলমা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র একেএম আব্দুস সালাম তুহিন, সাংবাদিক ও গবেষক আজাহারুল আজাদ জুয়েল ও শিক্ষক আক্তারুল ইসলাম রাঙ্গা।

Exit mobile version