বাচঁতে চায় কোরআনের পাখি খ্যাত সাদিকুল

গ্রামের বাসিন্দা মোঃ সাদিকুল ইসলাম।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
কোরআনের পাখি খ্যাত সাদিকুল বাচঁতে চায়। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬ নং বোকাইনগর ইউপির নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাদিকুল ইসলাম।  তার বাবা আঃ জলিল পেশায় একজন দরিদ্র কৃষক,  মা মোছাঃ আয়েশা খাতুন একজন গৃহিণী,  তিন ভাইয়ের মধ্যে সাদিকুল সবার ছোট।  অভাবের সংসারে বড় দুই ছেলেকে লেখাপড়া করাতে পারেনি বাবা আঃ জলিল, কিন্তু পণ করেছিলেন ছোট ছেলেকে কোরআনের  আদর্শে সুশিক্ষায় শিক্ষিত করবেন। সেই লক্ষ্যে ছেলেকে ভর্তি করেন বোকাইনগর মাহমুদনগর হাফেজিয়া মাদ্রাসায়। বর্তমানে কিতাবখানা শাখায় অধ্যায়ন করছে সে। প্রতিদিন ভোর বেলায় পাখির মত সুরেলা কন্ঠে কোরআন তেলাওয়াত করে শিক্ষক ও এলাকাবাসীর কাছে কোরআনের পাখি নামে উপাধি পায় সাদিকুল। সব ভালোই চলছিল হঠাৎ তার ভেতর বাসা বাঁধে দুরারোগ্য ব্যাধি, যার নাম টেট্রালজি অফ ফ্যালোটস্। প্রায়শই অচেতন হয়ে পড়ত সে। পরবর্তীতে ডাক্তার এর কাছে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান হার্টের ৪টি ত্রুটিগত কারণে এ রোগের সৃষ্টি হয় । তিনি সাদিকুলকে আরও উন্নত চিকিৎসার জন্য  জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু বর্তমানে এই ব্যায়বহুল চিকিৎসা ও ঔষধ কেনার অর্থাভাবে সাদিকুলকে সঠিক চিকিৎসা  করাতে না পেরে সব সময় এক অনিশ্চিত ও অস্থির জীবন যাপন করছে তার পরিবার। সাদিকুলের বাবা মায়ের একটাই চাওয়া সমাজের কোন সহৃদয়বান ব্যাক্তি যদি দয়া করে  তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে বেঁচে যেতে পারে কোরআনের পাখি খ্যাত সাদেকুল।  সাদেকুলকে সাহায্য করতে যোগাযোগ করুনঃ
মোবাইল নাম্বার ও বিকাশ একাউন্ট ০১৯৩৩ ৫৪৭৬২৫
Exit mobile version