বানভাসি মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : শ্রমিক কল্যাণ ফেডারেশন

ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, বানিয়াচং উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মোজ্জামেল প্রমুখ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের একটি বৃহৎ অংশ এখনো বন্যার পানিতে ডুবে আছে। ঠিক এই সময় আমাদের মাঝে ঈদুল আজহা সমাগত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এইবারের ঈদ বানভাসি মানুষের কাছে অত্যন্ত কষ্টদায়ক। বানভাসী মানুষের এই কষ্ট দূর করে তাদের মাঝে আমাদেরকে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। বানভাসি মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। এটি হবে এইবারের ঈদে আমাদের অঙ্গীকার।

তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে কুলাউড়া উপজেলায় বানভাসি শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাওলানা ফারুক আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, কুলাউড়া উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ প্রমুখ।

আতিকুর রহমান বলেন, ঈদের অন্যতম উদ্দেশ্য হলো সমাজের অসহায় ও নিঃস্ব মানুষদের সহযোগিতা করা। আমাদের দেশে খেটে খাওয়া শ্রমিকরা সবচেয়ে বেশি অসহায়। এই বছর বৃহত্তর সিলেটসহ দেশের একটি বড়ো অংশে বন্যা চলছে। বন্যা কবলিত অঞ্চলের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। আজ তাদের ঘরে খাবার নেই। বন্যার কারণে সৃষ্ট রোগের চিকিৎসা করবে এমন টাকাও নেই। ঠিক এই মুহূর্তে ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। শ্রমিক পরিবারের সন্তানরা পিতা-মাতার দিকে চেয়ে থাকে অন্তত ঈদে তারা একটি নতুন জামা পাবে। এই সংকটে শ্রমিকরা তাদের সন্তানদের মুখে হাসি ফোঁটাতে পারবে না। এমতাবস্থায় সমাজের বিত্তবান ও বিভিন্ন কল্যাণমুখী সংগঠনকে শ্রমজীবী মানুষ ও তাদের সন্তানদের মুখে হাসি ফোঁটাতে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্যার শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের পাশে ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই এই সংকটে একজন শ্রমিকও যেন মনে না করে তিনি বড়ো অসহায়। আমরা আমাদের সামর্থ্যরে সবটুকু ঢেলে দিয়ে প্রতিটি শ্রমিকের জীবনকে স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। শ্রমিক কল্যাণের প্রতিটি নেতাকর্মী অতীতের যেকোন দুর্যোগের ন্যায় এইবারের বন্যায় বানভাসি মানুষের পাশে ছিল। আমরা প্রত্যাশা করছি এইবারের ঈদেও শ্রমিক কল্যাণের নেতাকর্মীরা যেভাবে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঠিক একই ভাবে বন্যা কবলিত বানভাসি মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে।

হবিগঞ্জে ত্রাণ বিতরণ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হজিগঞ্জ জেলার উদ্যোগে বানিয়াচং উপজেলায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলার সাবেক প্রধান উপদেষ্টা কাজী আব্দুর রাজ্জাক, প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান, ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, বানিয়াচং উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মোজ্জামেল প্রমুখ।

Exit mobile version