বান্দরবানের দুই উপজেলায় ভ্রম‌ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা রুমা ও থানচি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ সংক্রান্ত জারিকৃত গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতায় সদর দপ্তর, রিজিয়ন ও সেনানিবাসের গত ১২ জুলাই, ১৪০/৫৯ জিএস (ইন্ট) পত্রের আলোকে রুমা ও থানচি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে দুর্গম এলাকার ভ্রমণের পূর্বে উপজেলার প্রশাসন হতে আইশৃঙখলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতার অবলম্বন করার আহ্বান জানানো হয়। রোয়াংছড়ি উপজেলার ব্যাতীত সকল উপজেলার পূর্বের ন্যায় স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রকণ করতে পারবেন।

উল্লেখ্য, গেল বছর অক্টোবর মাস থেকে পাহাড়ের বিভিন্ন অভিযানে ফলে তিন উপজেলা নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দফায় দফায় অনির্দ্দিষ্ট কালের জন্য তিন উপজেলার নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

Exit mobile version