বান্দরবান স্টেডিয়াম মাতাল কোয়ান্টাম কসমো স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালে মনোমুগ্ধকর ডিসপ্লেতে

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)ঃ বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
২০২২’-এর সমাপনী অনুষ্ঠানে হাজারো দর্শকের সামনে মনোমুগ্ধকর ডিসপ্লে ও ব্যান্ডবাদনা
প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। বান্দরবানের জেলাপ্রশাসক ইয়াছমিন
পারভীন তিবরীজির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য
চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২০ মে থেকে এই টুর্নামেন্ট শুরু হয়ে  শক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ এ খেলায় দোহাজারী আবহানীকে চার শুন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় চকরিয়া শেখ জামাল ক্লাব।  ফুটবল টুর্নামেন্টের এই বর্ণাঢ্য আয়োজনেকে
স্মরণীয় করে রাখতে টুর্নামেন্টের আহ্বায়ক ও বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া
আক্তার সুইটির অনুরোধে
‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ সংগীতের সাথে ডিসপ্লে প্রদর্শন করে
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রাথমিক বিভাগের ১৬৪ জন ক্ষুদে শিক্ষার্থী এবং হাই
স্কুলের ৬৩ জন ব্যান্ডবাদনা প্রদর্শন করে।
প্রদর্শিত ডিসপ্লে দেখে মুগ্ধ হন পার্বত্য চট্রগ্রাম বিষয়কমন্ত্রীসহ আগত দর্শকবৃন্দ।
Exit mobile version