বাশিস রামগড় উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাখার ত্রিবার্ষিক শিক্ষক

সূত্রঃ প্রকাশের জন্য সংবাদ প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ০৬/০৩/২০২২ইং

বাংলাদেশ শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখার ত্রিবার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন গত ০৬ মার্চ ২০২২ রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়জার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন উদ্ধোধন করেন বাশিস, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ সভাপতি গোলাম রহমান। পাহড়ীভাতা সহ বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এম, এ, ছফা চৌধুরী, প্রধান বক্তা বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব, বাবু কমল কান্তি ভৌমিক, বিশেষ অতিথি বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী। শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন বাহার উদ্দিন, খুরশিদ আলম, রুমন কান্তি নাথ, মুরিয়া মারমা প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়জার রহমানকে সভাপতি এবং মোঃ দেলোয়ার হোসেনকে সচিব করে আগামী তিন বছর এর জন্য ১৭সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখা গঠিত হয়।

ছবির ক্যাপশন ঃ বাংলাদেশ শিক্ষক সমিতি রামগড় উপজেলা শাখার ত্রিবার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দরা।

Exit mobile version