গত ৬ ডিসেম্বর, ২০২১ তারিখে অনলাইন ‘বিবিসি নিউজ, বাংলা’-য় ‘মুরাদ হাসান: তারেক রহমানের কন্যা জাইমাকে নিয়ে অশালীন মন্তব্য, তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে উল্লেখ করা হয়Ñ পেশায় চিকিৎসক মুরাদ হাসান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্যÑ যা সম্পূর্ণ ভুল তথ্য।
গত ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্মূল কমিটির গঠনতন্ত্র অনুযায়ী মুরাদ হাসানের কেন্দ্রীয় কার্যনির্বাহী পদ বিলুপ্ত হয়ে যায়। ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ সম্পর্কে ‘বিবিসি নিউজ, বাংলা’-র এরকম ভুল তথ্য সংশোধনের দাবি জানাচ্ছি।
Related
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় শাহরিয়ার কবির
ঢাকা, ১৮ আগস্ট ২০২৩ প্রেস বিজ্ঞপ্তি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় শাহরিয়ার কবিরÑ Ôদেশের এই সংকটকালে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবেÕ আজ ১৮ আগস্ট (২০২৩), শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে (দোতলায়) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে Ôবঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বনাম ধর্মের নামে রাজনীতিÕ শীর্ষক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি এবং সভাপতিত্ব করেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট-এর সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের কার্যকরী সভাপতি আবৃত্তিশিল্পী মো. শওকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেন, ‘ধর্মের নামে রাজনীতি চলে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই। পাকিস্তান আমলেও আমরা একশ্রেণীর মানুষকে দেখেছি যারা ইসলামের নামে রাজনীতি করেছে। কিন্তু বঙ্গবন্ধু এসে ধর্মের নামে রাজনীতিকে নিষিদ্ধ করেছেন। কারণ তিনি জানতেন ধর্মান্ধরা রাজনীতিতে ধর্মকে শুধু অপব্যবহারই করে। এরা ধর্ম ব্যবসায়ী।’ তিনি আরো বলেন, ‘অখন্ড ভারতবর্ষে যখনই দাঙ্গা হয়েছে তখনই বঙ্গবন্ধু দাঙ্গাবিরোধী অবস্থান গ্রহণ করেছেন। ’৭২-এর সংবিধানে রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন। বঙ্গবন্ধু দর্শন ছিল গণমানুষের মুক্তি। জামায়াতে ইসলামী এদেশে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে মানুষ হত্যা করেছে। তাদের শিকড় অনেক গভীরে। তাদেরকে উপড়ে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন করতে হলে সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’ ‘যেখানে জেনারেল জিয়া মুক্তিযোদ্ধাদের ভিখারী বানিয়েছিল সেখানে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন। দেশের এই সংকটকালে মুক্তিযোদ্ধাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা সবাই ‘’৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এই স্লোগানকে সামনে রেখে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে রাস্তায় নামি’ Ñএই আহ্বান জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘দেশ ও জাতির এক সংকট মুহূর্তে ২০২৩-এর আগস্টে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী পালন করছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে ’৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা বিএনপির ছত্রছায়ায় নির্বাচন বানচালের জন্য বহুমাত্রিক তৎপরতা চালাচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে সারা দেশে তারা যে আগুন সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের মতো ঘটনা ঘটিয়েছিল এবারও তার পুনরাবৃত্তির ক্ষেত্র তৈরি করছে। এর সাম্প্রতিকতম উদাহরণ ’৭১-এ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের ...
In "জাতীয়"
‘পার্লামেন্টের বাইরে গণমাধ্যম ও নাগরিক সমাজকে কঠোরভাবে বিরোধীদলের দায়িত্ব পালন করতে হবে’
ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৪ প্রেস বিজ্ঞপ্তি নির্মূল কমিটির পর্তুগাল শাখা গঠন উপলক্ষে ভার্চুয়াল সভায় শাহরিয়ার কবির ‘পার্লামেন্টের বাইরে গণমাধ্যম ও নাগরিক সমাজকে কঠোরভাবে বিরোধীদলের দায়িত্ব পালন করতে হবে’ গতকাল ১৫ জানুয়ারি (২০২৪) সোমবার রাত সাড়ে ৮টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পর্তুগাল শাখা গঠন উপলক্ষে সংগঠনের পোল্যান্ড শাখা ভার্চুয়াল আলোচনা…
In "জাতীয়"