বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১০ বছর পূর্তি উদযাপন

সুপক রঞ্জন উকিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
৭ ও ৮ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ৭ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, মাদকবিরোধী সমাবেশ ও ৮ ডিসেম্বর আলোচনা সভা, কেককাটা, রাত্রিকালীন আলোকসজ্জা ও ভোজনআড্ডা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম, নূরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলাম, শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজসেবক মতিউর রহমান মজনু প্রমুখ।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তরুণ সাংবাদিক সুপক রঞ্জন উকিল কে মুজিবর রহমান স্মৃতি পদক প্রেরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হুমায়ূন কবির, আনোয়ার হোসেন শাহীন, কাজী আব্দুল্লাহ আল আমিন, শেখ মো. বিপ্লব, মোতলিব বিন আয়েত, লুৎফুর রহমান খোকন, মোহাম্মদ সাইদুর রহমান খান আবুসাইদ, একেএম মাসুদুল আমিন মাসুদ, রফিকুল হাসান আজমী, দিলীপ কুমার সরকার, সুপক উকিল, ঝিন্টু দেবনাথ, আতাউর রহমান, শহীদুল ইসলাম খান সোহেল, পিযুষ রায় গণেশ, মো. আবুল কালাম, কবি নূরুল আবেদীন প্রমুখ।
Exit mobile version