বিরামপুরে আরডিআরএস এর সরকারি সেবা সংক্রান্ত কর্মশালা

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে “সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ  অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এতে আরো বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী,কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী,সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান,বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল,আরডিআরএস এর জেলা সুপারভাইজার সুমিত্র কুমার সরকার, কমিউনিটি মোবিলাইজার সুজা মিয়া। কর্মশালায় বক্তারা সমাজের অনগ্রসর মানুষদের সরকারি সেবা প্রাপ্তিতে এগিয়ে নিতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

Exit mobile version