এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে জামায়াতে ইসলামীর শহিদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ অক্টোবর) সোমবার বিরামপুর উপজেলার সরকারি ডিগ্রি কলেজ হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শহিদ পরিবারের সদস্যদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামির পক্ষে মাওলানা আবদুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল,রংপুর -দিনাজপুর অঞ্চল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন,মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির,দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা। মুহাদ্দিস ডা.মুহাম্মদ এনামুল হক,ডা.ফজলুর রহমান সাঈদ,অধ্যাপক মোঃ আনিসুর রহমান সহ মুহতামাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শহিদের পক্ষে অভিভাবকগণ উপস্থিত ছিলেন,তারা হলেন মুহতাসিম পিতা মোঃ আব্দুল মালেক,আশিকুর রহমানের পিতা ফরিদুল ইসলাম গ্রাম নরোহরিপুর নবাবগঞ্জ ও শহিদ সূর্যের পিতা মজনু ও খালা ময়না খতুন হাকিমপুর। এ সময় প্রধান অতিথি শহিদদের পরিবারের প্রতি আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও স্থানীয়ভাবে শহীদদের সঙ্গে সাক্ষাত করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ তাদের শহিদ সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত বক্তারা ফ্যাসিষ্ট সরকারের অনিয়ম দুর্নীতি হত্যা গুম খুনের বাস্তব চিত্র তুলে ধরেন। দেশ বর্তমানে স্বাধীন সকলে যে যার মত ব্যক্ত করতে কোন বাধা নেই। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন। তারা আরও বলেন,বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় উৎসব হিন্দুদের দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সকল কর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান। দলমত নির্বিশেষে কোন রকম বাড়াবাড়ি নয় সকলেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে প্রত্যেকের দাবি রয়েছে। তাদের সকলের দাবি পূরণে আমাদের সকলকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। সকলের নিকট আমাদের এই পরিচিতি থাকবে।
সকলে সকলের তরে একযোগে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গুন্ডাবাহিনীরা যাতে কারো কোন ক্ষতি বা অনিষ্ট করতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার হবে। জামাতের নেতৃবৃন্দরা আরো জানান,সরকার গঠন করতে পারলে তারা শহিদের পরিবারের সদস্যদের একজন করে চাকুরী দেওয়া হবে ও তাদের প্রতি নেক নজর থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। যারা ইতিপূর্বে সরকারী ক্ষমতায় বসে জামাত কর্মীদের উপর নির্যাতন-নিপীড়ন হত্যা গুম চালিয়েছেন তাদের কাউকেই ছাড় নয় তাদের সময় মত কঠিন বিচার হবে বলে আহ্বান জানান। জামাতের সকল কর্মীরা তাদের পাড়া মহল্লা শহর এমনকি সকল জায়গায় জামাতের কার্যক্রম প্রস্ফুটিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সুধী সমাবেশে দিনাজপুর জেলার চারটি উপজেলা বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ঘোড়াঘাট প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।