বিরামপুরে ধানক্রয়ের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের চাপায় নিহত আলমগীর

পৌরসভার মাহমুদপুর (ঘাটপাড়) ব্রীজে এই দুর্ঘটনা ঘটে যায়।

রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-ধানক্রয়ের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল আলমগীর নামের ব্যক্তি। আজ (২৪ ডিসেঃ) শুক্রবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় বিরামপুর পৌরসভার মাহমুদপুর (ঘাটপাড়) ব্রীজে এই দুর্ঘটনা ঘটে যায়। জানা যায়,দিনাজপুর বিরামপুরে ঘাটপাড় ব্রীজে বালুবাহী ট্রাক্টরের চাপায় আলমগীর হোসেন (৪৫) নামে একজন ব্যক্তি মারা গেছে। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়। উক্ত নিহত আলমগীর হোসেন উপজেলার বিনাইল ইউনিয়ের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ ফইম উদ্দিনের পুত্র। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান,নিহত আলমগীর হোসেন শুক্রবার সকালের সময় বিরামপুর হতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ড়া মোড়ে ধান ক্রয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। পথের মধ্যে বিরামপুর শহর এলাকা ঘাটপাড় ব্রীজের ওপর দিয়ে পার হওয়ার সময় ঘাতক বালুবাহী ট্রাক্ট চাপা দেয়। এমন অবস্হায় ধান ব্যবসায়ী মারা যান। সংবাদ পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। ঘাতক বালুর টলিটি আটক করা হয়েছে। এ রির্পোট লেখা আগ পর্যন্ত এঘটনায় বিরামপুর থানায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে  বলে জানা যায়।।

Exit mobile version