এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় জনসাধারণ। বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল রাখির বদলির আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের সাধারণ ভুক্তভোগীরা। আজ (৩০ ডিসেম্বর) সোমবার বেলা ০৩ঃ৩০ ঘটিকার সময় স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সাধারণ মানুষের মধ্যে কতৌহলের সৃষ্টি হয়। এর পর থেকেই বদলি আদেশের সত্যতা যাচাইয়ের জন্য সাধারণ মানুষেরা হাসপাতাল চত্তরে এসে ভিড় জমতে আরম্ভ করেন। এক পর্যায়ে বৈকালেই তাঁর বদলি আদেশ স্থগিতের দাবিতে এলাকাবাসী,সাধারণ ব্যবসায়ী ও ছাত্র-জনতা সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত বক্তব্য রাখেন,ব্যবসায়ীদের পক্ষে রায়হান কবির জনি,ছাত্র-জনতার পক্ষে আকবর আলী,সাদিয়া আক্তার সহ প্রমুখগন। মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন,বিগত সময়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান একেবারে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। হাসপাতাল এলাকার চারপাশে নর্দমা ও ময়লার স্তুপে নিমজ্জিত হয়েছিল। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে সাধারণ মানুষ প্রাইভেট ক্লিনিক গুলোতে যেতে বাধ্য হতো। কিন্তু বর্তমানে গোলাম রসুল রাখি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে আসার পর থেকে হাসপাতালের পূর্বের চিত্র বদলে যায় এবং সেবার মান উন্নত হতে থাকে। বিভিন্ন টেস্টের জন্য মেশিন ও সরঞ্জামাদি সহ ওষুধ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে বিরামপুর থেকে বদলির ও অপপ্রয়াস চালাচ্ছেন। সেজন্য তাঁর বদলির আদেশ স্থগিতের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। তাদের দাবি অনতিবিলম্বে তার বদলির আদেশ স্থগিত করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে অংশগ্রহণ কারী জনতা।