এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর
বিরামপুরে উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ নভেম্বর) শনিবার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,অন্যতম সদস্য জাতীয় স্থায়ী কমিটি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি । বিশেষ অতিথি আব্দুল খালেক,সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা। অধ্যাপক আমিনুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা। এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,সভাপতি জেলা বিএনপি দিনাজপুর। বখতিয়ার আহমেদ কচি,সাধারণ সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর। মিয়া শফিকুল আলম( মামুন),সভাপতি উপজেলা বিএনপি বিরামপুর। সভাপতি কে ছিলেন মোঃ হুমায়ুন কবীর,সাধারণ সম্পাদক পৌর বিএনপি বিরামপুর।
সঞ্চালনায় ছিলেন মনজুর এলাহি চৌধুরী ( রুবেল)। যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর ও সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি বিরামপুর উপজেলা। রেজাউল করিম রেজু,সাধারণ সম্পাদক পৌর বিএনপি বিরামপুর। এছাড়াও বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মূল দলের নেতৃবৃন্দবৃন্দ সহ স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,যুবদল, ছাত্রদল,তাঁতি দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বিএনপি অঙ্গসংগঠনের সকলের দেশের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। এদেশের মানুষ বিগত নির্বাচনে ভোট দিতে অনেক রকম বিড়ম্বনয় সম্মুখীন হয়েছিল। তেমন সমস্যা বর্তমানে আর যেন না হয় সেই পরিবেশ তৈরি করার আহবান জানান।