বিরামপুরে ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুর-দিনাজপুর বিরামপুরে ভারতীয় ফেন্সিডিসহ রিপন ওরফে রোস্তম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আজ শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রীজের দক্ষিণ পার্শ্বে কমিউনিটি ক্লিনিকের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করলে,কালো পলিথিনে মোড়ানো ৮০ পিস ফেন্সিডিলসহ রিপন ওরফে রোস্তমকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তার হেফাজতে থাকা ৮০ পিস ফেন্সিডিলসহ একটি এ্যাপাসি মোটরসাইকেল। উক্ত আটককৃত রিপন ওরফে রোস্তম (৪০) উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের মৃত: বদিউজ্জামানের ছেলে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করত: বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন,আসামি রিপন (রোস্তম) এর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে বলে নিশ্চিত করেন।

Exit mobile version