রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর থানা পুলিশের অভিযানে নতুন চিত্রে মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট থাকলেই লাল গোলাপের শুভেচ্ছা না থাকলেই মামলা দেওয়া হয়েছে। আজ
শনিবার (২২ মার্চ) সকাল বেলা থেকে আরম্ভ হয়। উক্ত অভিযান শহরের ঘোড়াঘাট রেল গেট সংলগ্ন হেলমেট বিহীন অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করেন। অন্য দিকে যাদের হেলমেট রয়েছে তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানান বিরামপুর থানা অভিযান কারী দল। এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেট না পরায় মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়। এসময় হেলমেট বিহীন অভিযান পরিচালনার নেতৃত্ব প্রদান করেন,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সহ থানার আইনশৃঙ্খলা বাহিনী দল। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,সবার আগে নিজের নিরাপত্তা,হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয় না চলায়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী,যারা জন্য হিলমেট বিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি ও ট্রাফিক আইন অমান্য করায় ১০জনের নামে মামলা ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি উক্ত বলেন,এমন অভিযানের ফলে মোটরসাইকেল আরোহী জিবনের ঝুকি থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেন।।