বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এমডি রেজওয়ান আলী দিনাজপুর  জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে বিরামপুর থানার এসআই আমির হোসেন জানান,বিরামপুর উপজেলার চাপড়া বাজার এলাকার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকারের (৩০) নামে জয়পুরহাট থানায় ২০২০ইং সালের ৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলার বিচারিক কার্য্যক্রম শেষে বিজ্ঞ জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত সম্প্রতি পলাতক সুজনকে যাবজ্জীবন কারাদন্ড আদেশ প্রদান করেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে বিরামপুর থানা পুলিশ র‌্যাব-১৩ দিনাজপুর এর সহায়তায় বুধবার (২৫;ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কাটলা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Exit mobile version