বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে আব্দুল মালেক মন্ডল

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর
(দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। উপকার ভোগীদের মাঝে প্রতি কার্ড ধারীর জন্য ৩০কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা ডিজিটাল চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
আজ (২৪ মে) বুধবার সকাল ১০ টায় উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০২ বস্তা চাল ৯ টি ওয়ার্ডের ৪০২ জন উপকারভোগীর মাঝে বিতারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাসুদুর রহমান,ট্যাগ অফিসার পিয়াস ইবনে হাবিব,ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন,আজগর-১,আজগর-২ এবং সদস্য রবিউল ইসলাম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফেনসীআরা বেগম ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোছা:আরিফুননা বেগম এবং সকল গ্রাম পুলিশ। ইউনিয়নের সকল ভাতা ভোগীর উপস্থিতিতে স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,৪০২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে বিতরণ করা হয়েছে।এবিষয়ে চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডলের নিকট জানতে চাইলে তিনি জানান,মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া অসহায় মানুষের মধ্যে ভাতা ৩০ কেজি চাল প্রতিমাসে প্রদান করায় ইউনিয়নের অনেক অসহায় দুস্থ মানুষের সচ্ছলতা ফিরেছে। এমনই অবস্থা চলমান থাকলে অত্র ইউনিয়নের গরিব অসহায় মানুষের দুঃখ লাঘব হয়েছে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনেক ধন্যবাদ জানিয়েছেন। এবিষয়ে ভাতা ভোগীদের নিকট জানতে চাইলে তারা বলেন আমরা প্রত্যেক মাসে এই রকম ৩০ কেজি করে চালের বস্তা পেয়ে খুবই খুশি এবং এতে করে আমাদের সংসারের স্বচ্ছলতা ফিরে গেছে। তারা আরো বলেন আমাদের উক্ত চাল বিতরণের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চাল বিতরণ করেছেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। আমরা তার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করি বলে জানান।
Exit mobile version