বিরামপুর সীমান্ত এলাকা হইতে জুয়াড়ি আটক-২১

২১ জুয়াড়িকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার

রেজওয়ান নিউজ বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ-দিনাজপুর বিরামপুর থানা পুলিশ উপজেলার ২ নং-কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয় ২১ জুয়াড়িকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করেছে ।
আটককৃতদের পুলিশ মামলা দিয়ে মঙ্গলবার দিনাজপুর আদালতে সাপর্দ করেছেন। বিরামপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদর ভিত্তিতে থানা পুলিশ  গ্রামের মৃত:-দলিমুদ্দিনর ছেলে শামীম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ধাওয়া করে ২১ জন জুয়াড়িকে জুয়া খেলার তাস ও নগদ ৭ হাজার ৬,শ ৮০ টাকা জব্দ করেছেন।
উক্ত আটককৃতরা হলেন-উত্তর দাউদপুর এলাকার মাকছেদ আলী,বাবুল হোসেন, হাকিম উদ্দিন,শরিফুল ইসলাম,মাহবুর রহমান,মোয়াজ্জেম হোসেন,মিজানুর রহমান,আমিনুর ইসলাম,মিজানুর রহমান,আয়েজ উদ্দিন,গোলজার হোসেন,নূরুন্নবী মোল্লা,গোলাপ হোসেন, মশিরুল ইসলাম,হাফিজুর রহমান, পরিমল টুডু,বাবলু মোল্লা,শরিফুল ইসলাম,আবু তাহর,আমিনুর রহমান ও শাহিনুর ইসলাম। থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,জুয়াড়ী আইনে থানায় মামলা প্রদান পূর্বক আসামীদর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version