বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ গত ২ডিসেম্বর থেকে শুরু হওয়া বোচাগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২২ গত বুধবার রাতে সমপ্নœ হয়েছে। উপজেলা চেয়ারম্যানের ভবন সংলগ্ন মাঠে দুইমাস ব্যাপী চলা এ টুর্ণামেন্টে বিজয়ী হয়েছেন মোঃ আশরাফুল আলম অডিটর জেলা হিসাব রক্ষণ অফিস দিনাজপুর ও উপজেলা অফিসার্স ক্লাবের অফিস সহকারী মুক্তা ঋষি, ২য় স্থান অধিকার করেছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলাউদ্দীন শেখ ও পল্লী উন্নয়ন কর্মকর্ত মোঃ সেলিম হোসেন, ৩য় স্থান অধিকার করেছেন সদ্য পদন্নতি প্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র রায় ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গনি। খেলা শেষে সকল দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।এ টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ নেয়।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার রাতে উপজেলা পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা শেষে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন এর হাতে সুভেচ্ছা পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল । ছবি-প্রতিনিধি