বোয়ালখালীতে সরস্বতী পূজা পরিদর্শন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ “”””””””””

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

“”””””””””””””””””””“”””””””””””””””””””””””””””””“””””””””””””””””
(বোয়ালখালী চট্টগ্রাম সংবাদদাতা : শ্রী বিপ্লব জলদাস)
অদ্য শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) সকাল ১১টায় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের ছন্দারিয়া লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের নিজ গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা পরিদর্শন ও আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, নির্বাহী সদস্য সংগীতশিল্পী কালীপদ দাস, রত্না নাথ (জয়া) গোপাল চন্দ্র দাস, বিশুতোষ দাশ, সুমন দাস, অসীম দাস, তুষার দাস, রাজেশ দাস, কানুরানী সাহা, রুম্পা সাহা, রিত্তিকা সাহা প্রমূখ। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : বোয়ালখালীতে সরস্বতী পূজা পরিদর্শন করছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
Exit mobile version