বোস্টনে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন

নিউ ইয়র্ক: বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা

 

নোমান ইবনে সাবিত/ বিপি, নিউ ইয়র্ক: বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৯ মে) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন সংলগ্ন ক্যামব্রিজের দারুল কাবাব রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভার বিষয়বস্তু ছিল জিয়াউর রহমানের উন্নয়ন ও গণতন্ত্র। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপির সাবেক উপদেষ্টা তারেক আহমেদ রুবেনের সভাপতিত্বে এবং মোঃ রাজ্জাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. মুজিবুর রহমান সরওয়ার, বিশেষ অতিথি বিএনপির সাবেক সাংসদ হাছনা জসিম উদ্দিন মওদুদ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর কমিটির যুক্তরাষ্ট্রস্থ আহবায়ক ও বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু।

Exit mobile version