স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মুনতাহা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী গোলাম মাহাবুব চৌধুরী কলিন প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নিজ গ্রামের বাড়ী বিরল উপজেলারা ১নং আজিমপুর ইউনিয়নের ভাবকী গ্রামে প্রায় ৩শত হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেন। নিঃস্বার্থ এই দানশীল ব্যক্তি দীর্ঘদিন যাবৎ হতদরিদ্র মানুষের মাঝে প্রতি রমজানে বিনামূল্যে চাউল বিতরণ করে থাকেন। এছাড়াও তিনি দুর্যোগ-মহামারীর সময়ও নিজ গ্রামে এসে এলাকার মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। তিনি ভাবকী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম তসলিম উদ্দিন চৌধুরী ও মাসুমা চৌধুরীর কনিষ্ঠ পুত্র। তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি আল্লাহ সুস্থ্য রাখলে মৃত্যুর আগ পর্যন্ত আমি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।