গত রোববার বাংলাদেশে আটক থাকা ৯৫ জন জেলেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে নিজ দেশে ফেরত গিয়েছেন তারা। কিন্তু বাংলাদেশের কারাগারে আটক থাকা অবস্থায় ভারতীয় এসব জেলেদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সোমবার (৬ জানুয়ারি) গঙ্গাসাগরের সভায় তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সনয় এ অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। খবর বিবিসি বাংলা।
অনুষ্ঠানে মমতা বলেন, আমাদের জানিয়েছিল, এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই, ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে।
এরপর বাংলাদেশে বিরুদ্ধে আটক ভারতীয় মৎসজীবীদের উপর মারধরের অভিযোগ তোলেন তিনি।
মমতা বলেন, দেখলাম কয়েকজন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন? তারা বলতে চাননি।
জানতে পারলাম তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।
মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মৎসজীবীদের কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছিল। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে যদিও বাংলাদেশের তরফে তেমন পদক্ষেপ দেখা যায়নি।
তিনি আরও বলেন, আমি ডিএমকে বলব তাদের চিকিৎসার ব্যবস্থা করতে। ওনাদের একটা ট্রলার এখানে চলে আসে। পানির মধ্যে সীমানা ঠিক করতে পারে না। কিন্তু আমরা বারণ করব আপনারা কখনও আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ না উঠলে না উঠবে। জীবন থাকলে অনেক মাছ পাবেন। এই যে দুমাস জেলে ছিলেন, পরিবারের কষ্ট হয়েছে। অনিশ্চিত ভবিষ্যৎ… মাস খানেক আগে বাংলাদেশি ট্রলার আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ ছিল, আমরা চিকিৎসা করাই। যত্নে রেখেছিলাম। তাদের আমরা ফেরতও দিয়েছিলাম।
মমতা বলেন, দুই দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমরা চাই। ওদের ট্রলার আটকে ছিল, অসুস্থ ছিল তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালো করে রেখে দেশের বদনাম যাতে না হয়, বাংলার কোনও বদনাম যাতে না হয়, ভারত সরকারকেও জানিয়েছিলাম। মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন খোঁজ রাখতাম।
প্রসঙ্গত, ভারত আর বাংলাদেশ কোস্ট গার্ড একে অপরের দেশে আটক মোট ১৮৫ জন মৎস্যজীবী বা জেলেকে নিজ দেশে ফেরত দিয়েছে। দুই দেশের মধ্যে এত বড় সংখ্যায় আটক হওয়া মৎস্যজীবী বিনিময় এর আগে ঘটেনি। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় এই বিনিময় করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশে আটক মৎসজীবী বিনিময় ঘটেছিল রোববার।