ভাষা আন্দোলনের হাত ধরে বাঙালির জাতির মুক্তি ত্বরান্বিত হয়েছে। ভাষা আন্দোলন জাতির অস্তিত্বের প্রতীক। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ফেডারেশনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য রক্ত দিয়ে বাঙালি জাতি ইতিহাস সৃষ্টি করেছিল। জাতির মুক্তির সূচনা করে ছিল ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পথ ধরে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। পৃথিবীর বুকে বাংলাদেশের যে অস্তিত্ব রচিত হয়েছে তার ভিত্তি হলো ভাষা আন্দোলন।
নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের গুরুত্ব জাতির কাছে অনস্বীকার্য হলেও আজও ভাষা আন্দোলনের প্রকৃত চেতনা বাস্তবায়িত হয়নি। অফিস-আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা সম্ভব হয়নি। এটি জাতির জন্য চরম হতাশার। দেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ করার জন্য সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা, চিকিৎসা, অফিস আদালতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, দেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ এখনো নিরক্ষতার অন্ধকারে ডুবে আছে। ফলে অনেক ক্ষেত্রে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। শ্রমজীবী নিরক্ষরদের অক্ষরদানের জন্য কর্মক্ষেত্রে বিদ্যালয় স্থাপন করতে সরকারের পাশাপাশি মালিকদের এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
নিম্নোক্ত শাখায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়েছে
ঢাকা মহানগরী উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি মোঃ মহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক।
চট্টগ্রাম মহানগর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু তাহের খান।
ঢাকা মহানগরী দক্ষিণ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
লালমনিরহাট জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদাহ জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ঝিনাইদাহ জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদাহ জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ঝিনাইদাহ জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রংপুর মহানগর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে রংপুর মহানগরের উদ্যোগে নিরক্ষর শ্রমিকদের অক্ষরদান কর্মসূচি পালিত হয়েছে।
যশোর জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে যশোর জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।