” ভিজিএফ চাল বিতরণে অনিয়ম” তেতুলিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা তেতুলিয়া ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান কামরুলের বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ২০ এপ্রিল বৃহস্প্রতিবার ইউপি চেয়ারম্যান কামরুলের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে তেতুলিয়া ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাইহাট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সভাপতি গাজিউর রহমান, সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা,যুবলীগ নেতা জহুরুল ইসলাম ও বাবলু কুমার প্রমুখ।৷ বক্তাগণ ইউপি চেয়ারম্যান কামরুলের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তীব্র সমালোচনা করে তার শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, প্রতি বছরের মতো এবারো ইদ-উল ফিতর উপলক্ষে সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবার প্রতি প্রধানমন্ত্রী উপহার (ভিজিএফ) দশ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন।
সুত্র জানায়, ২০২৩-২৪ চলতি অর্থবছরে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় তেতুলিয়া ইউপিতে দুই হাজার ৫৭০টি কার্ড বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সাংসদের কৌটায় ৯৬৩টি কার্ড দলীয় নেতাদের মাধ্যমে বিতরণ করতে বলা হয়। কিন্ত্ত চেয়ারম্যান কামরুল নীতিমালা লঙ্ঘন করে গোপনে তার অনুগত জামায়াত মতাদর্শীদের দিয়ে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করেন। এতে প্রকৃত হতরিদ্রদের বঞ্চিত করে অবস্থা সম্পন্ন ও জামায়াত মতাদর্শীদের প্রাধান্য দিয়ে তালিক প্রণয়ন করা হয়। এমনকি বিগত ইউপি নির্বাচনে যারা প্রকাশ্যে নৌকার ভোট করেছেন তাদের বঞ্চিত করা হয়েছে। এমনকি যাদের তালিকায় নাম রয়েছে, কিন্ত্ত নৌকার ভোট করার অপরাধে তাদের চাল দেয়া হয়নি, এমন মানুষের সংখ্যা প্রায় ৫০০জন। এদিকে যাদের চাল দেয়া হয়েছে তাদের ১০ কেজির পরিবর্তে ৮ কেজি করে চাল দেয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল নিয়ে চেয়ারম্যান কামরুল ব্যক্তিগত প্রচারণা করেছেন যেটা অনৈতিক। তিনি সরকারি সুবিধা নিয়ে আওয়ামী লীগ মতাদর্শীদের বঞ্চিত করে জামায়াত-শিবির মতাদর্শীদের মোটাতাজা করেছেন।
ভুক্তভোগী লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম ও মোসাঃ টেপি বলেন, কার্ডধারীদের বেশীর ভাগ জামায়াত মতাদর্শী ও অবস্থা সম্পন্ন পরিবার। এছাড়াও ১০ কেজির পরিবর্তে ৮ কেজি চাল দেয়া হয় এবং প্রায় ৫০০ মানুষ চাল পায়নি। এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এমপি মহোদয়কে অবগত করা হয়েছে এবং পরিষদে রেজুলেশন করে ভিজিএফ চাল বিতরণে  ৯ জন ওয়ার্ড  সদস্যকে (মেম্ববার) দায়িত্ব দেয়া হয়েছিল, তারা নিজ দায়িত্বে এসব চাল বিতরণ করেছেন।#
Exit mobile version