ভূঞাপুরে ওয়ারেন্ট ভুক্ত  ৪ আসামী গ্রেপ্তার।

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ । মঙ্গলবার (৭ জানুয়ারি)  ভূঞাপুরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে গ্রেফতার কৃতরা হলেন, গ্রেফতারি পরোয়ানার আসামি নিকলা দড়ি পাড়ার মৃত মোঃ হযরত আলীর ছেলে ফটিক (৫০), আব্দুল ফকিরের ছেলে জিয়া (৩৭) , মৃত আইয়ুব আলীের ছেলে মোঃ জহিরুল (৩০) এবং সিরাজ কান্দি এলাকার ওসমান গনির ছেলে আলাল উদ্দিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ আল মামুন, এসআই নবী হোসেন, এসআই মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ কামরুল ইসলাম, এএস আই চঞ্চল হোসেন।
Exit mobile version