মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভূঞাপুরে খাদ্য-বান্ধব কর্মসূচির আওতায় ডিলারশিপ না পাওয়ায় উপজেলা খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আব্দুস ছালাম তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে খাদ্য কর্মকর্তা ম. কাজী হামিদলকে হুমকি দেন। অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাহনাজ চৌধুরী জানন, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বিভাগের ডিলারশিপ নিয়োগের জন্য আবেদনকারীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও এই লটারিতে অংশ নেন। তবে লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষুব্ধ হয়ে তিনি সোমবার সকালে খাদ্য কর্মকর্তা কার্যালয়ে এসে হুমকি প্রদান করেন। এবং লটারির মাধ্যমে গাবসারাতে যারা ডিলারশিপ পেয়েছেন, তাদের ডিও বন্ধ রাখার দাবি করেন। তা না হলে খাদ্য কর্মকর্তা ম. কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে খাদ্য কর্মকর্তা মো. কাজী হামিদুল হক কে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভকরেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।