ভূঞাপুরে বাঁশ বোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশু ছাত্র নিহত।

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশ বোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ (১২) নামের মাদরাসায় পড়ুয়া এক শিশু ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন গাড়িটি পুলিশ আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে। একই এলাকার শালদাইর হাফিজিয়া মাদরাসান হিফজ বিভাগের ছাত্র হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে। স্থানীয়রা জানান, সকালে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরার পথিমধ্যে সে বাগবাড়ী এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Exit mobile version